দীর্ঘ ১৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় এই সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজকের সম্মেলনের মাধ্যমেই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি তাদের নতুন নির্বাচিত কমিটি পেতে যাচ্ছে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সম্মেলনের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামম এবং কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন।
বিকাল ৩টায় অনুষ্ঠেয় এই সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে লাখো মানুষের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
উল্লেখ্য, কুমিল্লা জেলার ১৭টি উপজেলার মধ্যে দক্ষিণের ১০টি উপজেলা নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক ইউনিট গঠিত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC