নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এই সময়ে সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১০ হাজার ৩১৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত যৌথভাবে মাঠ নিরাপত্তা অভিযানে রাজ্যজুড়ে ১৯ হাজার ৪১৮ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১১,৭৮৭ জন আইন লঙ্ঘনকারী। ৪ হাজার ৩৮০ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩,২৫১ জন শ্রম আইন লঙ্ঘনকারী।
আটককৃতদের মধ্যে ১,২২১ জন ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন, যার মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৬ শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার। অতিরিক্তভাবে, ১৩৬ জন ব্যক্তিকে অনুমতি ছাড়াই রাজ্য ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়ে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC