
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন ফোন রিয়েলমি সি৬৭ বাজারে এনেছে। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ ৬এনএম চিপসেট, যা এই সিরিজের ফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে যা ব্যবহারকারীদের উচ্চমানের ছবি তোলার সুযোগ করে দেবে।
রিয়েলমি সি৬৭ বিশ্ববাজারের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি বাংলাদেশেও উন্মুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বজুড়ে এই সিরিজের ১০০ মিলিয়নেরও বেশি ফোন বাজারে ছাড়ার পর নতুন সি৬৭ মডেলটি নিয়ে এলো প্রতিষ্ঠানটি।
ফোনের বৈশিষ্ট্য:
- প্রসেসর: স্ন্যাপড্রাগন ৬৮৫ ৬এনএম চিপসেট
- ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৩এক্স ইন-সেন্সর জুম
- র্যাম ও স্টোরেজ: ৮ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ
- ডিসপ্লে: ৯৫০ নিট উজ্জ্বলতা সম্পন্ন ডিসপ্লে
- নচ: ডায়নামিক নচ মিনি ক্যাপসুল ২.০
- অন্যান্য: ইন্টারেক্টিভ সফটওয়্যার, ইএমআই, এক্সপ্রেস ডেলিভারি, ওয়ারেন্টি
মূল্য ও প্রাপ্যতা:
রিয়েলমি সি৬৭ ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা। ফোনটি সানি ওয়েসিস ও ব্ল্যাক রক দুটি রঙে পাওয়া যাবে।
১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিয়েলমির যেকোনো স্টোরে ফোনটি প্রি-বুকিং করা যাবে। একই দিনে দারাজে থাকবে স্পেশাল ফ্ল্যাশসেল, যেখানে ছাড়ে মিলবে ফোনটি। ইএমআই, এক্সপ্রেস ডেলিভারি এবং ওয়ারেন্টি সুবিধাসহ ফোনটি মিলবে ২১ হাজার ৬৯৯ টাকায়।