এপ্রিল ১৬, ২০২৫

বুধবার ১৬ এপ্রিল, ২০২৫

হোয়াটসঅ্যাপে এলো মেসেজ পিন করার দারুণ ফিচার!

whatsapp
প্রতীকী ছবি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজগুলো পিন করে রাখতে পারবেন। এই নতুন ফিচারের মাধ্যমে আপনি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের যেকোনো ধরনের মেসেজ, টেক্সট, পোল, এমনকি ইমোজিও পিন করতে পারবেন।

এই ফিচারটি ব্যবহার করে আপনি ৩০ দিন পর্যন্ত কোনো মেসেজ পিন করে রাখতে পারবেন। ডিফল্টভাবে মেসেজ ৭ দিনের জন্য পিন থাকবে, তবে আপনি ২৪ ঘণ্টা থেকে ৩০ দিন পর্যন্ত যেকোনো সময়সীমা নির্ধারণ করতে পারেন।

হোয়াটসঅ্যাপে মেসেজ পিন করার পদ্ধতি:

আপনি যে মেসেজ পিন করতে চান সেটি লং প্রেস করুন।
‘More’ অপশনে গিয়ে ‘Pin’ টিপুন।
পছন্দসই সময়সীমা (২৪ ঘণ্টা, ৭ দিন, ৩০ দিন) নির্বাচন করুন।
‘Pin’ আবার টিপুন।

গ্রুপে মেসেজ পিন করার নিয়ম:

গ্রুপে মেসেজ পিন করার ক্ষমতা এডমিনের হাতে।
এডমিন চাইলে গ্রুপ সেটিংসে গিয়ে ‘Edit group settings’ চালু করে যেকোনো সদস্যকে মেসেজ পিন করার অনুমতি দিতে পারেন।
কোনো মেসেজ পিন করা হলে গ্রুপের সবাইকে সিস্টেম মেসেজের মাধ্যমে জানানো হবে।

মেসেজ আনপিন করার পদ্ধতি:

পিন করা মেসেজটি লং প্রেস করুন।
‘Unpin’ টিপুন এবং কনফার্ম করুন।

এই নতুন ফিচারটি বিশেষ করে ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী। এটি আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ঠিকানা, দাম, অফার ইত্যাদি সহজেই খুঁজে পেতে সাহায্য করবে। তাই আজই আপডেট করে নিন আপনার হোয়াটসঅ্যাপ এবং এই দারুণ ফিচারটির সুবিধা নিন!