সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি। ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’ - এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহর মানসিক চিকিৎসার প্রয়োজন বলে মন্তব্য করেছেন।
সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূইয়া হাসনাত আব্দুল্লাহর মন্তব্যকে ‘অত্যন্ত শিশুসুলভ’ এবং ‘রাজনৈতিক অপরিপক্বতার’ পরিচায়ক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “রাজনৈতিক অপরিপক্বতার কারণে তিনি এই মন্তব্য করেছেন। তার এই বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতারা বিব্রত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।”
অধ্যক্ষ সেলিম ভূইয়া কুমিল্লার রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “এই কুমিল্লাতে রাজনীতি করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কর্নেল আকবর হোসেনরা। এই কুমিল্লাতে বিএনপির নেতাকর্মীরা কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই কুমিল্লা বিএনপির উর্বর ভূমি হিসেবে পরিচিত। যে কোনো দুর্যোগ এবং ক্রান্তিকালে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন।”
বিএনপির এই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরও বলেন, রাজনীতিতে সহনশীলতা বজায় রাখা এবং অন্য দলের নেতাকর্মীদের সম্মান করা উচিত। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতারা ক্ষুব্ধ এবং তার বক্তব্য প্রত্যাহার করা না হলে পরিস্থিতি শান্ত রাখা কঠিন হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, “যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে এমন দায়িত্বহীন ও উস্কানিমূলক বক্তব্য দেন, তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এ ধরনের ছেলেমানুষী, অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।”
অধ্যক্ষ সেলিম ভূইয়া জুলাই-আগস্টের আন্দোলনকালে বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে’ মুখ্য ভূমিকা পালন করেছে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার কথা জানান এবং কুমিল্লায় বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির নেত্রী সাবেরা আলাউদ্দিন হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সম্মেলনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে।’
তার এই বক্তব্য দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। এরই প্রেক্ষিতে কুমিল্লা বিভাগীয় বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিবাদ জানায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC