নভেম্বর ২৫, ২০২৪

সোমবার ২৫ নভেম্বর, ২০২৪

হাজার হাজার ভক্তের সমাগমে কুমিল্লায় অষ্টমী স্নানোৎসব পালিত

Ashtami Snan
ছবি: সংগৃহীত

হিন্দু সনাতন ধর্মালম্বীদের পবিত্র তীর্থভূমি নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দের ন্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী ও মহাশ্মশান ঘাটস্থ গোমতী নদীতে অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২১ মিনিট ০১ সেকেন্ড গতে শ্রী শ্রী বাসন্তী মহাষ্টমী তিথি আরম্ভ হয় এবং মঙ্গলবার বিকাল ৪টা ৫৬ মিনিটে বিহীত পূজার মাধ্যমে পর্যন্ত শেষ হয়।

এই স্নানোৎসবকে কেন্দ্র করে সোমবার দুপুরের পর থেকেই আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী ও মহাশ্মশান ঘাট গোমতী নদীতে দেশের দূর-দুরান্ত হতে আগত হাজার হাজার ভক্ত পূর্ণ্যার্থীর ভিড় জমায়।

পূণ্যার্থীরা পাপ মোচনের আশায় “হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য তুমি পাপ হরণ কর” -এই মহামন্ত্র উচ্চারণ করে ব্রহ্মার কাছে কৃপা চায়।

এদিকে, আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী ও মহাশ্মশানের চারদিকে বিশাল মেলা বসে। ওই মেলায় ক্রেতার ভিড় ছিল লক্ষ্যণীয়।

প্রসঙ্গত, হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, ‘মহাভারতের বর্ণনামতে পরশুরামমুনি পাপমুক্তির জন্য ব্রহ্মপুত্র নদে যে স্থানের জলে স্নান করেছিলেন, তা লাঙ্গলবন্দে অবস্থিত। সেই থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এ সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এ স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপমোচন হয়।’