ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ঠেকাতে করা একটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে মেয়র হিসেবে তার শপথগ্রহণে আর কোনো বাধা রইল না।
বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
গেল ১৪ মে এই রিট দায়ের করেছিলেন ঢাকার দক্ষিণ সিটির বাসিন্দা মামুনুর রশিদ। তিনি ইশরাকের শপথ স্থগিত এবং যিনি তাকে মেয়র ঘোষণা করেছেন সেই বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়েছিলেন।
এছাড়া, রিটে ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে নিম্ন আদালতের রায়ের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। ২১ মে শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ ২২ মে আদেশের দিন ধার্য করেছিলেন।
আজ বৃহস্পতিবার (২২ মে) আদালত রিটটি খারিজ করে দেন।
শুনানিতে রিটকারী মামুনুর রশিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী আকবর আলী। ইশরাক হোসেনের পক্ষে তার আইনজীবী দল শুনানিতে অংশ নেয়। তারা আদালতের এই আদেশকে স্বাগত জানিয়ে বলেন, ‘এখন আর ইশরাকের শপথ গ্রহণে কোনো আইনি বাধা নেই।’
প্রায় দুই মাস আগে ঢাকার একটি নিম্ন আদালত ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে ইশরাককে হারিয়ে বিজয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন।
রায়ের পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। পরে, ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট জারি করা হয়।
এদিকে, সম্প্রতি ইশরাকের সমর্থকেরা নগরভবন ও মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করেছেন। তারা দ্রুত তাকে দায়িত্বে বসানোর দাবি জানিয়ে আসছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC