জুলাই ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ জুলাই, ২০২৫

হাইকোর্টের নির্দেশে স্বস্তি, ক্ষোভ ঝাড়লেন হাসিন জাহান

Rising Cumilla -mohammed shami & hasin jahan picture
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির সঙ্গে চলমান আইনি লড়াইয়ে অবশেষে স্বস্তির রায় পেলেন তাঁর সাবেক স্ত্রী হাসিন জাহান। কলকাতা হাইকোর্ট শামিকে প্রতি মাসে ৪ লাখ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই ৪ লাখ টাকার মধ্যে হাসিন জাহান পাবেন মাসিক দেড় লাখ টাকা, আর তাঁদের মেয়ের জন্য বরাদ্দ হয়েছে আড়াই লাখ টাকা। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনে মেয়ের পড়াশোনা বা অন্যান্য খরচে শামি অতিরিক্ত অর্থও খরচ করতে পারবেন।

এই রায়ের পর হাসিন জাহান একদিকে যেমন স্বস্তি প্রকাশ করেছেন, তেমনই তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন শামির বিরুদ্ধে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিয়ের আগে আমি মডেলিং করতাম, অভিনয় করতাম। কিন্তু শামি আমাকে গৃহবধূ হয়ে থাকতে বাধ্য করেছিল। কাজ বন্ধ করে দিয়েছিল। ওকে খুব ভালোবাসতাম, তাই খুশি মনে মেনে নিয়েছিলাম। এখন আমার নিজস্ব কোনো উপার্জন নেই। সংসারের সব খরচ শামিকেই বহন করতে হবে। কিন্তু ও তা দিতে অস্বীকার করেছিল বলেই আমাকে আদালতের শরণাপন্ন হতে হয়। ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের দেশে এখনো এমন আইন আছে, যা মানুষকে নিজের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।”

শামির চরিত্র নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন হাসিন জাহান। তিনি বলেন, “কোনো সম্পর্কের শুরুতে কারও চরিত্র বোঝা যায় না। কারো মুখে লেখা থাকে না সে কেমন মানুষ। আজ আমি ও আমার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ও নিজের সন্তানের ভবিষ্যৎও দেখতে চায় না। আমার জীবনটা ও নষ্ট করতে চায়, কিন্তু তা কখনোই পারবে না। কারণ আমি সত্যের পথে আছি, আর শামি অন্যায়ের পথেই চলছে।”

উল্লেখ্য, মোহাম্মদ শামি ও হাসিন জাহানের পারিবারিক কলহ দীর্ঘদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে হাসিন জাহান আইনিভাবে কিছুটা স্বস্তি পেলেও, শামিকে এখন নিয়মিতভাবে ভরণপোষণ দিতে হবে। এই রায়ের পর তাঁদের সম্পর্কের টানাপোড়েন নতুন মোড় নিল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন