কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আবদুল মমিন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছেন।
আজ সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিকারপুর এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুল মমিন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও শরীরচর্চার অংশ হিসেবে ওই এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন মমিন। এ সময় ওই রেললাইনে একটি ট্রেন দেখতে পেয়ে পাশের রেললাইন ধরে হাঁটা শুরু করেন। এমন সময় ওই রেললাইনে তাঁর পেছন দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। এ সময় কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবার ও স্বজনদের অনুরোধে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, আমি ছুটিতে আছি। তবে বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC