ডিসেম্বর ৪, ২০২৪

বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪

হলের নিম্নমানের খাবার নিয়ে উত্তেজনা, ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা

Rising Cumilla - Excited about the poor quality of food in the hall, the students fed the manager
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের ডাইনিংয়ের খাবার নিয়ে প্রায় অভিযোগ ওঠে। এবার খাবারে শামুক পেয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তেজনা ও অসন্তোষ দেখা দেয় তাদের মধ্যে। এক পর্যায়ে নিম্নমানের সেই খাবার ম্যানেজারকেই খাওয়ালেন হলের তারা।

শনিবার (২ নভেম্বর) রাতে হলের খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হলের ডাইনিংয়ে খাবার খেতে যান শিক্ষার্থীরা। এ সময় খাবারে শামুক, শাকের বদলে শুধু পানি পাওয়ায় শিক্ষার্থীরা ওই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন।

এরপর কিছু সময়ের জন্য তারা ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেন।

শাহ আমানত হলের শিক্ষার্থী জাহিদ সজল বলেন, দুপুরের খাবারেও শাক ভালো করে সেদ্ধ করা হয়নি। তরকারির আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলছে।