পবিত্র হজ মৌসুমের প্রাক্কালে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী এবং ভিসাধারী দর্শনার্থীদের জন্য কঠোর হুঁশিয়ারি জারি করেছে। যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছেন, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এই শাস্তির মধ্যে রয়েছে জেল, মোটা অঙ্কের জরিমানা এবং নিজ দেশে ফেরত পাঠানো।
মন্ত্রণালয়ের স্পষ্ট ঘোষণা অনুযায়ী, কোনো প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং তারপরও তিনি সৌদি আরবে অবস্থান করেন, তবে তাকে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। এর পাশাপাশি তাকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে এবং শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানো হবে।
অন্যদিকে, ভিজিট ভিসায় সৌদি আরবে আসা দর্শনার্থীদের জন্যেও কঠোর বার্তা দিয়েছে মন্ত্রণালয়। তারা স্পষ্ট করে জানিয়েছে যে, ভিজিট ভিসাধারীরা কোনোভাবেই হজ পালন করতে পারবেন না। শুধুমাত্র যাদের কাছে নির্ধারিত হজ ভিসা থাকবে, তারাই হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার অনুমতি পাবেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হন। এই বিশাল ধর্মীয় সমাবেশের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সৌদি সরকার বদ্ধপরিকর এবং সেই কারণেই তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে।
সৌদি আরবে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। তাদেরকে ভিসার শর্তাবলী যথাযথভাবে মেনে চলার এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসার অনুরোধ করা হয়েছে। অন্যথায়, তারা আইনি জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর পবিত্র হজ যাত্রা শুরু হতে যাচ্ছে আগামী ২৯শে এপ্রিল থেকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC