এপ্রিল ২৪, ২০২৫

বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

স্বৈরাচারের দোসর’ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শন

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে থাকা সৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শনী করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।আজ (২৩ এপ্রিল ২০২৫) দুপুর ১:৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এর আগে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে “জয় বাংলা” গান বাজিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা শিক্ষকদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য অধ্যাপক মুহসিন উদ্দিনের মতো একজন সম্মানিত শিক্ষককে অপমান করেছেন এবং বেআইনিভাবে সিন্ডিকেট থেকে সরিয়ে দিয়েছেন। অধ্যাপক মুহসিনকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

তারা আরও বলেন, রেজিস্ট্রার মনিরুল ইসলাম মনপুরা একজন আ.লীগের পদধারী নেতা। নিয়মবহির্ভূতভাবে তাকে পুনরায় দায়িত্বে রাখা হয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী। তাকে দ্রুত অপসারণ করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় যারা গণহত্যার সমর্থন করেছিলেন এবং প্রশাসনের চাটুকারিতে লিপ্ত ছিলেন, এমন বহু শিক্ষক-কর্মচারী এখনো বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। উপাচার্য পুনরায় তাদের প্রশাসনে পুনর্বাসন করছেন। এসব শিক্ষক-কর্মচারীদের প্রশাসনিক ও লাভজনক সব কমিটি থেকে সরিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো স্থান নেই।

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিন খান বলেন, “আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো ফ্যাসিবাদের দোসর দেখতে চাই না। আমাদের ৪ফা দাবি মানা না হলে আমরা সামনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”উল্লেখ্য গত কয়েকদিন যাবৎ ৪ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।