কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ফিরতি লেগে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জয়ী হয় পিএসজি।
প্রথম লেগে ২-০ গোলের লিড নিয়ে খেলতে নেমেও পিএসজিকে প্রথম গোল করতে দেখা যায় ১৫ মিনিটে। ডেম্বেলের থ্রু পাসে বল পেয়ে দুই সোসিয়েদাদ ফুটবলারকে বোকা বানিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধেও এমবাপ্পে থামেননি। ৫৫ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ ক্ষিপ্রতায় সোসিয়েদাদের রক্ষণে বড় গ্যাপ তৈরি করে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এই ফরাসি তারকা।
ম্যাচের শেষ মুহুর্তে ৮৯ মিনিটে মিডফিল্ডার মেরিনোর মাধ্যমে এক গোল উদ্ধার করে সোসিয়েদাদ।
এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের এটি ষষ্ঠ গোল। যার ফলে এই আসরের টপ স্কোরার এখন কিলিয়ান। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪তম গোল।
এমবাপ্পের চুক্তি আগামী মৌসুমে শেষ হচ্ছে। রিয়াল মাদ্রিদে যোগদানের গুঞ্জন থাকলেও, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজিকে নিয়ে যাওয়ার পর এমবাপ্পে কোথায় যাবেন তা এখনই স্পষ্ট নয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC