সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের বাসা থেকে বাংলাদেশ সেনাবাহিনী স্নাইপার রাইফেল উদ্ধার করেছে। ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর এক সদস্য একটি বক্স খুলে অস্ত্রসদৃশ বস্তু বের করছেন।
কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি জামায়াত নেতার নয়, বরং আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসায় সেনা অভিযানের সময়কার।
ভিডিওটি রিভার্স ইমেজ সার্চে পাওয়া যায় নাগরিক টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে, যা ১৫ জুন ‘সাতক্ষীরায় সাবেক আ. লীগের এমপির ছেলে মা/দ/ক ও অ/স্ত্র/সহ আটক’ শিরোনামে প্রকাশিত হয়।
প্রায় ৬ মিনিটের ওই রিপোর্টে দেখা যায়, অভিযানটি রিফাত আমিনের সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন বাড়িতে পরিচালিত হয় এবং এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়।
সেনাবাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, তারা অভিযানে একটি রাইফেল সদৃশ বস্তু উদ্ধার করেছেন, যাতে স্কোপ লাগানো ছিল। প্রাথমিকভাবে এটি তুরস্কে তৈরি একটি এয়ারগান বলে ধারণা করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয় ৩ শতাধিক ইয়াবা ট্যাবলেট, একটি তলোয়ার, কিছু মদ ও খালি বোতল।
এই তথ্য দৈনিক কালের কণ্ঠে ১৫ জুন প্রকাশিত প্রতিবেদনেও মিলেছে, যেখানে স্পষ্টভাবে অভিযানের সময়, স্থান এবং উদ্ধারকৃত সামগ্রীর বিস্তারিত বর্ণনা আছে।
ফ্যাক্টওয়াচ কোনো গণমাধ্যম, প্রশাসনিক সূত্র বা প্রমাণিত রিপোর্টে সাতক্ষীরার জামায়াত নেতার বাসা থেকে স্নাইপার রাইফেল উদ্ধারের তথ্য পায়নি।
এমনকি ভিডিওতেও কোথাও জামায়াতের নেতার নাম বা ঠিকানা উল্লেখ করা হয়নি। সুতরাং, ভিডিওর সঙ্গে দাবি করা তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
৯ জুন নড়াইলের কালিয়ায় একটি স্নাইপার রাইফেল উদ্ধার হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচার হয়। পরে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সেটি ছিল একটি এয়ারগান, যা অতীতেও সেনাবাহিনী নিয়ে গিয়েছিল এবং বৈধ কাগজপত্র দেখে ফেরত দিয়েছিল।
সাতক্ষীরায় স্নাইপার রাইফেল উদ্ধারের নামে ভাইরাল হওয়া ভিডিওটি সাবেক আওয়ামী লীগ এমপির বাড়ির এবং জামায়াত নেতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে “মিথ্যা ও বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC