মে ১২, ২০২৫

সোমবার ১২ মে, ২০২৫

স্থানীয় চাহিদা মিটিয়ে নাটোরের উদ্বৃত্ত কোরবানির পশু যাবে সারাদেশে

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নাটোরে প্রস্তুত রয়েছে ৫ লাখ ১৫ হাজারের বেশি কোরবানির পশু। জেলার অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও প্রায় আড়াই লাখ পশু উদ্বৃত্ত থাকবে। এই বিপুল সংখ্যক পশু যাবে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ২০ হাজার খামারি এ বছর মোট ৫ লাখ ১৪ হাজার ২১৫টি কোরবানির যোগ্য পশু লালন-পালন করেছেন। এর মধ্যে রয়েছে ১ লাখ ১৮ হাজার ৩১৭টি গরু, ৭ হাজার ৯২৮টি মহিষ, ৩ লাখ ৪৯ হাজার ৪৮৭টি ছাগল, ৩৮ হাজার ৪৫১টি ভেড়া এবং ৩২টি দুম্বা। জেলায় কোরবানির পশুর স্থানীয় চাহিদা ২ লাখ ৭৩ হাজার ২০৫টি। সেই হিসেবে ২ লাখ ৪১ হাজার ১০টি পশু উদ্বৃত্ত থাকছে, যা জেলার খামারিদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে।

নিরাপদ উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণে খামারিদের সচেতন করতে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে এ পর্যন্ত ১ হাজার ৯৫ জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ১১৪টি উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তফা জামান জানান, এসব কার্যক্রম চলমান রয়েছে এবং নিয়মিত খামার পরিদর্শন করা হচ্ছে। এছাড়াও খামারের পশু চুরি রোধ, নিরাপদ পরিবহন ও আর্থিক লেনদেন বিষয়ে খামারিদের সতর্ক করা হচ্ছে।

নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকার সফল খামারি রেকাত আলী জানান, তার খামারের বেশিরভাগ গরুর ক্রেতাই ঢাকা এবং অন্যান্য এলাকার বাসিন্দা। নাটোরের খামারিরা সাধারণত ঢাকার কচুক্ষেত, গাবতলী, মীরপুর, শাহজাহানপুর, বারিধারা, হাজারীবাগ, বাড্ডা, মৌচাক, ক্যান্টনমেন্ট হাট, তেজগাঁও, রামপুরাসহ বিভিন্ন হাটে গিয়ে পশু বিক্রি করেন। ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াখালী, সিলেটসহ অন্যান্য জেলাতেও নাটোরের পশু সরবরাহ করা হয়।

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন জানান, এ বছর জেলায় প্রায় ২০০ কোটি টাকার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে জেলার ২৬টি হাট এবং জেলার বাইরের পশু বিপণন কার্যক্রম শুরু হবে। নাটোর থেকে দেশের বিভিন্ন স্থানে যেতে ইচ্ছুক খামারিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই কার্যক্রমকে নিরাপদ করতে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

সূএ: বাসস

আরও পড়ুন