আগামী ৬ সেপ্টেম্বর, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাউশি'র সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে। এই উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রথমেই রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। এরপর হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
এছাড়াও হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন থাকবে। পাশাপাশি, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতারও ব্যবস্থা করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC