নেদারল্যান্ডসের অনেক স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে৷ শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের।
খেলাধুলা এবং সরাসরি কথা বলায় শিক্ষার্থীদের উৎসাহী করা এই নিষেধাজ্ঞার লক্ষ্য। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নেদারল্যান্ডসের স্কুলের শিক্ষার্থীদের কিছু সময়ের জন্য মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। একজন শিক্ষার্থীকে ক্লাস শুরুর আগে সঙ্গে থাকা ফোন লকারে বা বাড়িতে রেখে আসতে হয়।
ফোনসহ কাউকে পাওয়া গেলে তার কাছ থেকে সেটা নিয়ে নেয়া হয়। বিকাল পাঁচটার আগে সেটি ফেরত পাওয়া যায় না। যেদিন ক্লাস আগেই শেষ হয়ে পায় সেদিন ব্যাপারটি বেশ বিড়ম্বনার। বলে মনে করে অনেক শিক্ষার্থী। আমস্টারডামের সিগনাস গিমনাজিউম হচ্ছে নেদারল্যান্ডসের শুরুর দিকের স্কুলগুলোর একটি যেখানে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। ডাচ সরকার এ উদ্যোগ নিয়েছিল, তবে স্কুলগুলো তা মানতে আইনত বাধ্য নয়।
ওদিকে স্পেন এবং ব্রিটেনে পরিচালিত গবেষণা বলছে, মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা ক্লাসরুমে মনোযোগ বাড়ায়। এটা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রযোজ্য বলে মনে করেন শ্যেপ ফন ডেয়ার প্লুখ। মোবাইল নিষেধাজ্ঞার নীতিমালা তৈরিতে সহায়তা করেছেন তিনি। প্লুখ বলেন, টিকটক এবং স্ন্যাপচ্যাটের মতো সেলফোন অ্যাপগুলো ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণের জন্য তৈরি হয়ে। এ শিল্পে মনোযোগই সব। এর অর্থ হচ্ছে, বড় টেক ফার্ম এবং তাদের অঢেল সম্পদের বিপরীতে একজন শিক্ষক। সবকিছু মনোযোগ আকর্ষণের জন্য এবং তা ধরে রাখতে অত্যন্ত বুদ্ধি খাটিয়ে তৈরি করা। ফলে এটা অসম যুদ্ধ।
তবে বিষয়টি শুধু মনোযোগ বিঘ্নের নয়। এর সামাজিক দিকও রয়েছে। শিক্ষার্থীদেরকে খেলাধুলা এবং সরাসরি কথা বলায় উৎসাহী করা হয়। তাই নিষেধাজ্ঞা বিরতির সময়ও বলবৎ থাকে। এ বিষয়ে শিক্ষার্থী সাইনা জোরিৎসমা বলেন, আমারটি এখনো জব্দ হয়নি, কারণ আমি যথেষ্ট সচেতন৷ আমি শুধু আমার ফোনের জন্য পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে চাই না।
তবে সবাই নিয়ম মানে না। প্রায়ই সেলফোন জব্দ করা হয়। যাদের ফোন জব্দ করা হয় তাদের দুপুরটা অনেক দীর্ঘ হয়। বাকিরা সবাই ক্লাস শেষ হওয়ার পরই ফোন ফেরত পায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC