মধ্যপ্রাচ্যের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সৌদি আরবে আগামী ৬ জুন, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
তবে মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদ উদযাপিত হবে ৭ জুন, শনিবার। অন্যদিকে, ইন্দোনেশিয়া ঘোষণা করেছে ৬ জুন, শুক্রবার ঈদ পালন করবে।
মঙ্গলবার (২৮ মে, ২০২৫) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদের দেখা না মেলায় ঘোষণা দেয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসাবে আগামী ৭ জুন শনিবার উদ্যাপিত হবে ঈদুল আজহা।
ইসলামিক বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এই দিনে মুসলিম উম্মাহ মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন। একইসাথে, এই মাসেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা হজ পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরীতে সমবেত হন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC