দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ভালোবেসে বিয়ে করেছিলেন নির্মাতা মুরাদ পারভেজকে। কিন্তু খুব বেশি দিন টেকেনি তাদের সেই বিয়ে। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সংসারের ইতি টানেন এই তারকা দম্পতি।
তারপর থেকে একাই জীবনযাপন করছেন সাবা। তবে নতুন প্রেম নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে কথা বলেন তিনি।
অভিনেত্রী জানান, তাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারেন না তিনি।সাবা বলেন, এই জীবনে অনেকেই আমার প্রেমে পড়েছে। কিন্তু আমি পড়েছি এমন কোনো নজির নেই।
এমনকি আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল তিনিও ৯ মাস আমার পেছনে ঘুরেছিলেন। এটা বলতে দ্বিধা নেই, আমার জীবনে লাভ অ্যাট ফার্স্ট সাইট যার সঙ্গে হয়েছে তার সঙ্গেই আমি এই মুহূর্তে সম্পর্কে আছি।
অভিনেত্রী আরও বলেন, মানসিকভাবে আমরা দুজন জীবন গোছানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তার সঙ্গে আজীবন থাকতে চাই। এ রকম ভালো মানুষের সঙ্গে যে কেউ থাকতে চাইবে।
আমি তাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না।এবং আমি তাকে প্রথম দিন দেখেই প্রেমে পড়ে যাই। এটা বলা যেতে পারে, স্বপ্নময় প্রেমে পড়া। স্বপ্নময়ভাবে তার সঙ্গে সম্পর্কে থাকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC