বাংলাদেশ রেলওয়ের ১১২টি আন্তঃনগর ট্রেনের মধ্যে গত সেপ্টেম্বর মাসে পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি আয় করেছে একতা এক্সপ্রেস। অন্যদিকে পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি আয় করেছে কক্সবাজার এক্সপ্রেস।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে রেলভবনে অনুষ্ঠিত রুট রেশনালাইজেশন সভায় এই তথ্য প্রকাশ করা হয়।
সভা সূত্রে জানা যায়, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস সেপ্টেম্বরে ৪ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। অন্যদিকে, সান্তাহার-বুড়িমারি-সান্তাহার রুটে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস মাত্র ৩২ লাখ ৪২ হাজার টাকা আয় করেছে। এই দুটি ট্রেনই পশ্চিমাঞ্চলের।
এদিকে পূর্বাঞ্চলে সর্বোচ্চ আয় করেছে কক্সবাজার এক্সপ্রেস (৩ কোটি ৬৯ লাখ টাকা), আর সর্বনিম্ন আয় করেছে হাওর এক্সপ্রেস (৪৯ লাখ ৫৫ হাজার টাকা)।
এছাড়া, পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ ১১৮ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করে বরেন্দ্রে/তিতুমীর/ঢালারচর এক্সপ্রেস ট্রেন। সর্বনিম্ন ৯৮ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করে বনলতা এক্সপ্রেস। এই অঞ্চলের ট্রেনগুলোর যাত্রী নিয়ে চলাচল গড়ে ১১০ শতাংশ।
অন্যদিকে পূ্র্বাঞ্চলে সর্বোচ্চ ১০৯ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করে এগারোসিন্ধু গোধুলী ট্রেন। সর্বনিম্ন ৬৭ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করে বিজয় এক্সপ্রেস। এই অঞ্চলে ট্রেনগুলোর যাত্রী নিয়ে চলাচল গড় ৯৪ শতাংশ।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, সচিব আবদুল বাকী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা এই সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC