
দেশের সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুয়া তথ্য ও খবর শনাক্ত করেছে সেনাবাহিনী।
বুধবার (২১ মে ২০২৫) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে ২৪টি ভুয়া তথ্য ও খবর শনাক্ত করে প্রকাশ করা হয়েছে।
সেনাবাহিনীর প্রকাশিত ২৪টি ভুয়া তথ্যের ছবিতে দেখা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি গণমাধ্যম এই ভুয়া তথ্য সংবাদ হিসেবে প্রকাশ করেছে।
এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি শিরোনাম হলো:
- ‘আজ-তাক বাংলা’: “প্রাণ বাঁচাতে ভারতে কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে?”
- ‘আজ-তাক বাংলা’: “বাংলাদেশের বড় সেনাকর্তাকে সাজা, ওয়াকুর উজ্জামানকে খমতের প্ল্যান করেছিল?”
- ‘কলকাতা নিউজ’ (ইউটিউব চ্যানেল): “ঢাকায় এবার সামরিক শাসন? কোন পথে ওয়াকার উজ জামান?”
এছাড়াও, দেশে ও দেশের বাইরে অবস্থানরত কতিপয় ইউটিউবার বিভিন্ন মনগড়া শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভুয়া তথ্য ছড়িয়েছেন।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই ২৪টি ছবি ‘ফেক কার্ড’ হিসেবে পোস্ট করা হলেও, এই বিষয়ে বিস্তারিত অন্য কোনো তথ্য জানানো হয়নি।
তবে, সেনাবাহিনীর এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে, তারা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ভুয়া তথ্য ছড়ানো রোধে কার্যকর ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এখন একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকির বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনী ও সেনাপ্রধানকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হলে তা শুধু একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করে না, পুরো জাতির মনোবল ও স্থিতিশীলতাকেও নষ্ট করতে পারে।