জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম কুমিল্লা মহানগর।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন আরশাদী।
বিবৃতিতে কুমিল্লা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মোতাহের হোসাইন এবং সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী ৫৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর তাঁর নিথর দেহ নদী থেকে উদ্ধারের ঘটনা গোটা জাতিকে হতবাক করেছে।পুরো জাতি আজ শোকাহত,বাকরুদ্ধ, স্তব্ধ ও মর্মাহত।
নেতৃবৃন্দ আরও বলেন, এটি নিছক একটি হত্যাকাণ্ড নয়; বরং রাষ্ট্র ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রমাণ। আলেম-উলামা ও ইসলামপন্থী নেতৃত্বকে স্তব্ধ করার একটি ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবেই আমরা এই হত্যাকাণ্ডকে দেখছি। সুতরাং অন্তবর্তীকালীন সরকার অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত খুনিদের দ্রুত সময়ে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশব্যাপী আলেম-উলামা, ইসলামপন্থী রাজনীতিবিদ নেতা ও কর্মীদের নিরাপত্তা প্রদানে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক সন্ত্রাস ও ষড়যন্ত্রের লাগাম টেনে ধরতে হবে। এসময় মহানগর নেতৃবৃন্দ মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC