বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫

সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সহযোগী সংগঠন ‘সুজন বন্ধু’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সুজন-সুশাসনের জন্য নাগরিক
সুজন-সুশাসনের জন্য নাগরিক | ফাইল ছবি
সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক চেতনাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে সুজনের এই আন্দোলনের সঙ্গে দেশের যুবসমাজকে সম্পৃক্ত করতে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের নিয়ে সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘সুজন বন্ধু’। গত ৫ নভেম্বর ২০২৩ সুজনের এক সাধারণ সভায় ‘সুজন বন্ধু’ প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।  
সুজন সভাপতি এম. হাফিজউদ্দিন খান এবং সাধারণ সম্পদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুজন-সুশাসনের জন্য নাগরিক দীর্ঘদিন থেকে বিভিন্নমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আন্দোলনের সঙ্গে দেশের যুবসমাজকে সম্পৃক্ত করতে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের নিয়ে ‘সুজন বন্ধু’ প্রতিষ্ঠিত হয়েছে।
সুজন জানায়, সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় এক অনুষ্ঠানে মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক, মো. অলিউল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও জারিফ অনন্তকে সদস্য সচিব করে ৪৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের প্রত্যেকটি সফল আন্দোলনে আমরা তরুণদের একটি উলে­খযোগ্য ভ‚মিকা দেখেছি। দুর্ভাগ্যবশত সা¤প্রতিককালে সেই ভ‚মিকা অনুপস্থিত। তারুণ্যের নেতৃত্ব হতে হবে নৈতিকতা ও মানবিক গুণসম্পন্ন। এই নৈতিক ও মানবিক গুণসম্পন্ন তরুণরাই একটি আত্মনির্ভরশীল ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। কারণ তরুণেরা এখনো পরনির্ভরশীল হয়ে পড়েনি, তারা উদ্যোগী হতে পারে, দুঃসাহসী হতে পারে, ঝুঁকি নিতে পারে। তারাই হবে বাংলাদেশের ভবিষৎ। সেকারণেই সুজনের সহযোগী শক্তি হিসেবে আমরা সুজন বন্ধু’র এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি।
তিনি আরও বলেন, তারুণ্যের শক্তি যদি এখানে যুক্ত হয়, তবে সুজনের আন্দোলন সারাদেশে বেগবান হবে এবং আমাদের যে আকাক্সক্ষা, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা আরও সহজতর হবে।
কমিটির সদস্যরা হলেন, আবু সাঈদ জয়, রাতিফুল ইসলাম রুয়াদ, সোনিয়া আক্তার, শারমিন, মো. বাপ্পী, ফয়সাল হাসান, শাহাদাত হোসেন তৈহিদ, শাকিল খান, মাঈনুল ইসলাম, ফয়সাল আহমেদ, মো. ইজহারুল ইসলাম তানিম,মো. জুবায়ের চৌধুরী, মো. সানাউল হক রিপন, মো. কামাল আলী গাজী, মো. আব্দুল মোত্তালেব তালুকদার, প্রদীপ কুমার দাশ, এজেএম সাঈদ হুসাইন তানিম, মোস্তাফিজুর রহমান মিশুক, মো. মাসুম দর্জি, আল মামুন রাব্বী, রাকিবুল ইসলাম রকি, মাহমুদ হোসেন, খন্দকার সফি আব্দুল­াহ, হুমায়ুন কবীর, মো. কামরুল পারভেজ ইভান, মো. আজাদ মিয়া, মো. মাহমুদুল ইসলাম সাদ, আব্দুল­াহ আল মামুন, রাজীব হোসাইন রাজু, চন্দন সরকার দিপু, জুয়েল মুস্তাফিজ, আরিফুল ইসলাম, আরাফাত রহমান, ইমরুল কায়েস নীরব, মো. রবিউল আলম, মো. ফয়জুল ইসলাম, এএসএম শামীম রেজা, মোফাজ্জল হোসেন বাবু, মো. তারিফুল ইসলাম তানিন, আদনান বাবু সাগর, মোশারফ হুসাইন বোরহান, মো. সিকান্দার আলী, ও সুস্মিতা মণ্ডল।
উক্ত কমিটি আগামী ছয় মাসের মধ্যে জাতীয় সম্মেলনের মাধ্যমে ‘কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটি’ গঠনসহ ‘জাতীয় পরিষদ’ গঠন করবে। সুজন বন্ধুর উপদেষ্টা হিসেবে রয়েছেন সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
আরও পড়ুন