সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ নিহত হয়েছে ৩ জন। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলার ওসমমানী নগর ও জকিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এই ৩ জনের প্রাণহানি ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুরে এই দূর্ঘটনা ঘটে। সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সুত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উপজেলার ইলাশপুরে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।
নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার পুত্র আব্দুল কাইয়ুম (৩২)।
তারা ইলাশপুরস্থ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে পাঠান। সোমবার দুপুরে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেস্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম (৪৫) নিহত হন। রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফখরুল সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল বড়বাড়ির মৃত রইছ মিয়ার ছেলে। তিনি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম কানাইঘাট থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহরে আসছিলেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফখরুলসহ ৩ জন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ফখরুল ইসলাম মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।