সিলেটের লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন সম্পন্ন হয়েছে। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা অংশগ্রহণ করে তিন জন শিক্ষার্থী বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন।
গত সোমবার ( ২৩ ডিসেম্বর) তিন দিনব্যাপী এই সম্মেলন সম্পন্ন হয়।
লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন এর প্রতিপাদ্য ‘সবুজ পর্যটন: সমৃদ্ধি ও পরিবেশগত সংরক্ষণের সমন্বয়’ বিষয়ে বিশ্বব্যাপী সমস্যা মোকাবেলা এবং উদ্ভাবনী সমাধান নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেন।
সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা থেকে হাছিন মাহতাব মাহিন, সম্পাদক, জাতিসংঘ সংবাদ সংস্থা এবং ভাইস চেয়ারপার্সন হিসাবে রিজবান ফাহিম কার্যনির্বাহী সদসয় হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও সম্মেলনে বিশেষ স্বীকৃতিস্বরুপ তিনটি পুরস্কার অর্জন করেছেন শিক্ষার্থীরা।
জাতিসংঘের পরিবেশ সমাবেশ থেকে ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ জাহিদ হোসাইন পুরস্কার লাভ করেন। এছাড়াও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইমতিয়াজ চিন্ময় এবং মার্কেটিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আনিকা তাবাচ্ছুম সাদিয়া বিশেষ স্বীকৃতি পুরস্কার অর্জন করেন।
মৌখিক স্বীকৃতি অর্জন করেন সাবরিনা আলম। এছাড়াও সাবিকুর নাহার নাসফি ধারাবাহিক ভাবে জাতিসংঘ হিউমেন রাইটস কাউন্সিল এবং ডাইসেক কমিটিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
সংগঠনের সভাপতি হাছিন মাহতাব মাহিন বলেন, “সময়ের সাথে সাথে বেড়ে উঠেছে আমাদের এই সংগঠন। প্রতিনিধিরা প্রতিনিয়ত ট্রেনিং এর মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করছে। এই অর্জন তাদের পরিশ্রমের। আশা করি বিশ্ববিদ্যালয়কে আরো সম্মাননা এনে দিবে তারা।”
উল্লেখ্য এবারের সম্মেলনে ১১টি কমিটিতে আন্তর্জাতিক ও দেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ, কলেজ এবং স্কুলের ৫০০এর অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।