এপ্রিল ২৯, ২০২৫

মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জে “তৃণমূল পর্যায়ের মানুষের জন্য ডিজিটাল সাক্ষরতা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Rising Cumilla - Workshop titled “Digital Literacy for Grassroots People” held in Sirajganj

সিরাজগঞ্জে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) সফলভাবে আয়োজন করেছে “তৃণমূল পর্যায়ের মানুষের জন্য ডিজিটাল সাক্ষরতা” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জের নর্থ টাউন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, নূরজাহান প্লাজা, শহীদ সোহরাওয়ার্দী রোডে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

ডিজিটাল লিটারেসি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এস এস আল আরেফিন, যিনি একজন অভিজ্ঞ মাল্টিমিডিয়া সাংবাদিক এবং জাতীয় দৈনিকে কর্মরত। তিনি অংশগ্রহণকারীদের ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাই, সোশ্যাল মিডিয়ার সচেতন ব্যবহার এবং অনলাইনে নিরাপদে যোগাযোগ রক্ষার কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট-এর কর্মকর্তারা, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক হুসনে আরা জলি।

কর্মশালায় সিরাজগঞ্জ জেলার সমাজকর্মী, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম ও অন্যান্য পেশাজীবী নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যা স্থানীয় নারী সমাজের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিজিটাল লিটারেসি বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিখেছেন কীভাবে ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হয়, শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও ব্যবহারের কৌশল, গুজব ও ভুয়া তথ্য শনাক্ত করার পদ্ধতি, তথ্য যাচাইয়ের কৌশল, এবং অনলাইন প্রতারণা ও সাইবার হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখার উপায়।

সাকমিড আগামী এক বছরে কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এই কার্যক্রমের মাধ্যমে নারী ও তরুণীদের ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করবে সাকমিড।

আরও পড়ুন