জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, সাফা কবির ও মনোজ প্রামাণিক অভিনীত নতুন ওয়েব সিরিজ 'টিকিট' শনিবার মুক্তি পেয়েছে। মিস্টার টুইস্টখ্যাত পরিচালক ভিকি জাহেদ লেখক নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে এই সিরিজটি নির্মাণ করেছেন।
ভিন্ন লুকে সিয়াম
এই সিরিজে সিয়াম সালেক নামে এক চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের জন্য তাকে তার ওজন বৃদ্ধি করতে হয়েছে। সিয়াম বলেন, "এই চরিত্রটা কতখানি করতে পারব সেটা নিয়ে বেশ সংশয়ে ছিলাম। তবে ভিকি ভাই বেশি আত্মবিশ্বাসী ছিলেন। সাহস দিয়েছেন। তার কারণেই সালেক চরিত্র করতে পেরেছি।"
সাহসী চরিত্রে সাফা
অন্যদিকে সাফা কবির 'টিকিট'-এ বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, "কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। কাজ করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।"
[caption id="" align="alignnone" width="1638"] ছবি: ফেসবুক[/caption]
মনোজের বিশেষ চরিত্র
এছাড়াও, মনোজ প্রামাণিক 'টিকিট'-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, "সিরিজে আমার চরিত্র আর বাস্তবে আমি দুইটা দুই মেরুর চরিত্র। কাজটি আমার কাছে খুব মজা লেগেছে।"
পরিচালকের ভাষ্য
পরিচালক ভিকি জাহেদ বলেন, "'টিকিট' আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। গল্পটা শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। প্রথমবারের মতো আমি ডার্ক কমেডি ও স্যাটায়ারের থ্রি লেভেলের কম্বো করেছি।"
অন্যান্য চরিত্র
'টিকিট'-এ আরও অভিনয় করেছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কেএসএম আরাবি মওদুদসহ অনেকে।
কোথায় দেখবেন
'টিকিট' ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC