
ভারতের সিকিমে রাতভর বৃষ্টিতে তিস্তা নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে উত্তর সিকিমের লোনাক হ্রদে ২৩ সেনা সদস্য নিখোঁজ হয়েছেন।
আজ সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
দেশটির সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে লাচেন উপত্যকার কিছু সেনা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বন্যায় চুংথাং বাঁধের ১৫-২০ ফুট উঁচুতে পানি বৃদ্ধি পায়। এর ফলে সিংটামের কাছে বারদাংয়ের পার্ক করা সেনা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৩ সেনা সদস্য নিখোঁজ এবং কিছু যানবাহন ডুবে গেছে।
প্রবল বৃষ্টির মধ্যেই সেনা সদস্যদের খোঁজে শুরু হয়েছে উদ্ধারকাজ। বৃষ্টি কমলে আরো দ্রুত উদ্ধারকাজ চালানো হবে বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে পূর্বাভাস অনুযায়ী, ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে।