
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি নুরকে দেখতে যান তারা। এ সময় নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন সাদিক কায়েম।
বিষয়টি নিশ্চিত করেছে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।
দলটির নেতারা জানান, বিকেলে ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিসসহ নেতাকর্মীরা নুরুল হক নুরকে দেখতে আসেন। এসময় নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সাথে কথা বলেন।
গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন।