বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক ভিপি নুরকে দেখতে হাসপাতালে গেলেন সাদিক কায়েম

রাইজিং ডেস্ক

Sadiq Kayem visits former VP Noor in hospital
সাবেক ভিপি নুরকে দেখতে হাসপাতালে গেলেন সাদিক কায়েম/ছবি: প্রতিনিধি

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি নুরকে দেখতে যান তারা। এ সময় নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন সাদিক কায়েম।

বিষয়টি নিশ্চিত করেছে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।

দলটির নেতারা জানান, বিকেলে ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিসসহ নেতাকর্মীরা নুরুল হক নুরকে দেখতে আসেন। এসময় নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সাথে কথা বলেন।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন