ছোট পর্দার মিষ্টি হাসির পরিচিত মুখ সাবিলা নূর এবার পা রাখছেন বড় পর্দায়। আর অভিষেকেই তার সঙ্গী ঢালিউডের মেগাস্টার শাকিব খান! সম্প্রতি শুটিং সেটের কিছু ঝলক প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে। সাবিলার স্নিগ্ধ সৌন্দর্য আর সাবলীল অভিনয় ইতিমধ্যেই মুগ্ধ করেছে বহু নেটিজেনকে।
তবে এই সম্ভাবনাময় আগমন নিয়ে বিতর্কও কম নয়। অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম সম্প্রতি এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে সাবিলা নূরকে নায়িকা হিসেবে মানতে নারাজ।
মারিয়া মিম জানান, "আসলে সাবিলা নূরকে ঠিক নায়িকা মনে হয় না। সে কীভাবে ফিল্ম করছে এটা আমার মাথায় আসছে না। মানে নায়িকা হিসেবে ওকে মানায় না। যখন প্রথম সংবাদে ওর নাম এলো, আসলে কী হয়, শাকিবের নায়িকা হবে মারি মিম, বা শাকিবের নায়িকা হবে অমুক... কিন্তু ওর নাম যে আসবে সেটা সিরিয়াসলি আমি ভাবিনি।"
অন্যদিকে, মডেল ও অভিনেত্রী হিসেবে সফলতার বালাই নেই মারিয়া মিমের। কাজ বলতে বিজ্ঞাপন ও ফটোশুটের মডেলিং। যদিও শোনা গিয়েছিল সিনেমায় নাম লেখাতে চেষ্টা করেছেন। সাধ ছিল শাকিবের সঙ্গে পর্দা ভাগ করবেন। কিন্তু সে আর হয়ে ওঠেনি।
বারবার শাকিব খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। জানা গেছে, শাকিবের সঙ্গে দেখাও হয়েছিল। কিন্তু শাকিব খানের সঙ্গে কোনো সিনেমার আলাপ নিয়ে কথা বেশিদূর এগোয়নি। তবে মারিয়া মিম দাবি করলেন শাকিব খানের সিনেমার প্রস্তাব তার কাছে এসেছিল কিন্তু তিনি করেননি। এর কারণ তিনি নাকি বিদেশে ছিলেন সেসময়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC