
সাধারন মানুষ আজ পরিবর্তন চায়। তারা আর দুর্নীতি, বৈষম্য, অবিচার ও অস্থিরতা চায় না। তারা আগামীর বাংলাদেশকে দেখতে চায় একটি বৈষম্যহীন, ন্যায় ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্র হিসাবে। দাঁড়িপাল্লার পক্ষে একটি গনজাগরন গড়ে উঠেছে ইনশাল্লাহ্। শ্রমজীবীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা এমন একটি সমাজ চাই যেখানে পরিশ্রমী মানুষের সম্মান থাকবে, অধিকার নিশ্চিত হবে।
রবিবার (৭সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমরা একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র চাই। যেখানে কোন বিশৃঙ্খলা থাকবে না।
এতে শশীদল ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. সুলতান আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শাহাদাত হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান সেলিম, সেক্রেটারি মাওলানা মো. বাছির উদ্দিন (বিএসসি), কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সাধারন সম্পাদক মাওলানা আবু কাউছার আরমান।
এসময় অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল জুবায়েরসহ জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানানো হয়।