বড় বড় তারকাদের সাথে সাধারণ মানুষের জীবনে একটু হলেও পার্থক্য থাকে। তবে যত বড়ই হন না কেন সাধারণের কাতারে নেমে যেতে পারেন অবলীলায়। তেমন একজন প্রিয়াঙ্কা চোপড়া।
প্রিয়াঙ্কা সাধারণ মানুষের মতো ভুলভাল কাজ করেন, মিথ্যার আশ্রয় নেন। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি নিজেই।
সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় এমন কোনো সিনেমা আছে, অভিনয় করেছেন, কিন্তু মন থেকে চাননি? প্রিয়াঙ্কার জবাব দেয়, কোন সিনেমা, সেটা বলব না, কিন্তু অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল। অনেক ক্ষণ অপেক্ষা করতে হতো শটের জন্য। অর্থহীন কতগুলো সংলাপ আওড়াতাম।
প্রিয়াঙ্কা জানান, অনেক সময় বাড়ি থেকে না বেরিয়েও ফোনে বলি রাস্তায় আছি। আমি সব সময় এটাই করি। কাজেই, যদি বলি রাস্তায় আছি, কখনও বিশ্বাস করবেন না।
তিনি নাকও নাকি ডাকেন! নাক ডাকার বিষয়ে প্রিয়াঙ্কা বলেন,, “আমার স্বামী নিক বলে, আমি ঘুমের মধ্যে ভালই নাক ডাকি। যদিও স্বীকার করি না আমি। আমি মোটেই নাক ডাকি না!”
পরোটা এবং বার্গারের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে বলা হয়েছিল অভিনেত্রীকে। উত্তরে জানিয়েছিলেন তিনি, সে দিন সকালেই তিনখানা পরোটা খেয়েছেন। প্রিয়াঙ্কা সব প্রশ্নের উত্তরেই সত্যি বলেছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC