নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

সাইদের লাশ ক্যাম্পাসে আনতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৫ ঘণ্টার আল্টিমেটাম

সাইদের লাশ ক্যাম্পাসে আনতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৫ ঘণ্টার আল্টিমেটাম
ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এসময় আবু সাইদের নামে ১ নং গেটের নামকরণ করে তারা।

আজ সোমবার (১৬ জুলাই) ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল হয়ে উঠে বেরোবি ক্যাম্পাস। এই ঘটনা জানাজানি হলে পুরো ক্যাম্পাস দখলে নেয় আন্দোলনকারীরা।

আন্দোলনকারী শিক্ষর্থীরা জানায়, আমরা আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে অবস্থান নিলে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুরে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থীরা আহত সাইদ কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা আমাদের শহীদ ভাই সাইদের নামে ১নং গেট নামকরণ করতেছি। এই গেট আজ থেকে আবু সাইদ গেট। সেই সাথে ১৫ ঘণ্টার মধ্যে আমাদের ভাইয়ের লাশ ক্যাম্পাসে আনতে হবে। আমরা আবার আগামীকাল সকাল ১০টায় আবু সাইদ গেটে জরো হয়ে আমাদের ভাইয়ের লাশ মেডিকেল থেকে ছিনিয়ে আনবো।