
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা। এই প্রেক্ষাপটে, মঙ্গলবার রাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সাইকেল চোরকে হাতে-নাতে আটক করেছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, এক যুবক সন্দেহজনকভাবে ক্যাম্পাসের (শহীদ রফিক-জব্বার হল) এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তার গতিবিধি দেখে কিছু শিক্ষার্থী তাকে নজরে রাখেন। এক পর্যায়ে তিনি একটি তালাবন্ধ সাইকেল চুরির চেষ্টা চালান। তখনই শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যদের খবর দেন।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আগেও দুই-তিনটি সাইকেল চুরি করার কথা স্বীকার করেছে। যুবকের নাম রুবেল বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সূত্রে জানা যায়, “গত কয়েক মাসে ক্যাম্পাসে সাইকেল চুরির অভিযোগ অনেক বেড়েছে। আমরা অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেছি এবং এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল আলম জানান, “ছাত্রদের সচেতনতা ও সহযোগিতার ফলে আমরা অভিযুক্তকে ধরতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।”
এদিকে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা টহল জোরদার এবং সাইকেল পার্কিংয়ের সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, এই ঘটনায় প্রশাসন আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।