জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটির ১৫ সদস্যকে অব্যাহতি, সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগ।
সম্প্রতি (৪ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৫ সদস্যকে সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে সেসব সদস্যের নাম সম্বলিত একটি অব্যাহতিপত্রও জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান, সাহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ, ও নাসির উদ্দিন মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।"
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।"
অব্যাহতি প্রাপ্তরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ব ঘোষিত (৮ জানুয়ারি ২০২৫) কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদ্য জারি করা বিজ্ঞপ্তির সূত্র ধরে জানা যায়, "সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ অনুযায়ী নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির একাধিক সূত্র থেকে জানা যায়, "দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছিল।"
"বিভিন্ন কর্মসূচি ও কেন্দ্র ঘোষিত নির্দেশনা সত্ত্বেও সংশ্লিষ্ট সদস্যদের নিষ্ক্রিয়তা এবং দলের অবস্থান থেকে বিচ্যুতি সংগঠনের ভাবমূর্তি ও গতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছিল। এরই প্রেক্ষিতে এই অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।"
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সূত্র ধরে জানা যায়, "সংগঠনকে পুনর্গঠনের অংশ হিসেবে এই অব্যাহতি কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমান কমিটির অধীনে নতুন নেতৃত্ব ও কর্মীবান্ধব কমিটি গঠনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।"
এদিকে অব্যাহতিপ্রাপ্ত অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে দাবি করেছেন, তাদের বক্তব্য শোনার সুযোগ না দিয়েই অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও একপাক্ষিক।
তবে কেন্দ্র থেকে জানানো হয়েছে, দলের শৃঙ্খলা ও অর্গানাইজেশনাল স্ট্রাকচার ধরে রাখতে কঠোর সিদ্ধান্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমানে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা জোরদারের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে বিভিন্ন ইউনিটে কার্যকরী নেতৃত্ব নিশ্চিত করতে মূল্যায়ন ও অব্যাহতির এই প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC