নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি। এ সময় ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে ।

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে আজ রবিবার (৩০ জুন ) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করার পর এ ঘোষনা দেন শিক্ষক সমিতি ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে

এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী বলেন, আগামীকাল থেকে আমাদের সর্বাত্মক কর্মবিরতি। আমাদের ক্লাস, পরীক্ষা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সবকিছু বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির সঙ্গে ববি শিক্ষকরা একাত্ম হয়েছেন । আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।