
ফুটবল ইতিহাসে বহু কিংবদন্তী এসেছেন, মাঠ মাতিয়েছেন নিজেদের অসাধারণ দক্ষতায়। তবে কে সেরা – এই নিয়ে বিতর্ক যেন কখনোই থামে না। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) নিজেদের ওয়েবসাইটে সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে, যেখানে শীর্ষে উঠে এসেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কিংবদন্তি পেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পেয়েছেন চতুর্থ স্থানে। নেদারল্যান্ডসের কিংবদন্তি ইউহান ক্রুইফ আছেন পঞ্চম স্থানে। ব্রাজিলের রোনালদো নাজারিও এবং ফ্রান্সের জিনেদিন জিদান যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছেন।
তালিকায় আরও রয়েছেন জার্মানির ডিফেন্সিভ জিনিয়াস ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (অষ্টম), আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা আলফ্রেদো ডি স্টেফানো (নবম) এবং ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো (দশম)।
জার্মানির লাইপজিগে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত আইএফএফএইচএস বিশ্ব ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণে একটি বিশ্বস্ত নাম।
সংস্থাটি জানিয়েছে, এই তালিকা তৈরির ক্ষেত্রে তারা একটি বিশেষ ‘হাইব্রিড ভোটিং’ পদ্ধতি অনুসরণ করেছে। যেখানে বিশ্বের ১০০ জন অভিজ্ঞ ফুটবল বিশেষজ্ঞের ভোটকে ২৫ শতাংশ এবং বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের অনলাইন ভোটকে ৭৫ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। এই মিশ্র পদ্ধতির মাধ্যমেই সর্বকালের সেরা ১০ ফুটবলারের এই তালিকাটি তৈরি করা হয়েছে।
সর্বকালের সেরা কে – এই নিয়ে ফুটবল বিশ্বে বিতর্ক চলতেই থাকে। নতুন নতুন তারকার আগমন সেই বিতর্ককে আরও উস্কে দেয়। তবে এবার আইএফএফএইচএস-এর এই তালিকা যেন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলো। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নয়নের মণি লিওনেল মেসিকে সর্বকালের সেরার স্বীকৃতি দেওয়ায় অনেকেই আনন্দিত। তাদের মতে, মেসির অসাধারণ প্রতিভা, একের পর এক রেকর্ড এবং বিশ্বকাপ জয় তাকে এই সম্মানের যোগ্য করে তুলেছে।
এক নজরে সর্বকালের সেরা ১০ ফুটবলার:
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) ২. পেলে (ব্রাজিল) ৩. ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা) ৪. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) ৫. ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস) ৬. রোনালদো নাজারিও (ব্রাজিল) ৭. জিনেদিন জিদান (ফ্রান্স) ৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি) ৯. আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন) ১০. রোনালদিনহো (ব্রাজিল)