ডিসেম্বর ৫, ২০২৪

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪

সর্বকালের সর্বনিম্নে নেমেছে ‘ভারতীয় রুপির’ দাম

Rising Cumilla - Indian Rupee
ছবি: সংগৃহীত

বড় খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। আগে যেখানে পূর্বাভাস ছিল চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে, সেখানে এই প্রবৃদ্ধি হয়েছে ৫.৪ শতাংশ হারে; যা গত ১৮ মাসে সর্বনিম্ন। সর্বকালের সর্বনিম্নে নেমেছে দেশটির মুদ্রার মান। ডলারের বিপরীতে গত সোমবার সর্বনিম্ন হয়েছে রুপির দাম।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবৃদ্ধি কমায় তার প্রভাব পড়েছে রুপির দামেও। সোমবার ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৬০ রুপিতে পৌঁছেছে, যা মার্কিন ডলারের বিপরীতে রুপির সর্বনিম্ন মান।

সংবাদমাধ্যম জানিয়েছে, ডলারের বিপরীতে রুপির আরও দরপতনের আশঙ্কা করা হচ্ছিল। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের পদক্ষেপের কারণে কিছুটা থেমেছে।

রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি উঠিয়ে নিয়েছে আরবিআই। ফলে দরপতন কিছুটা ঠেকানো সম্ভব হয়েছে। তবে ধারাবাহিক দরপতনে ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছেন। কয়েক মাস ধরে রুপির দর ঠেকাতে বাজারে হস্তক্ষেপ করে আসছে আরবিআই।

রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা, সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে।