বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তির বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে।
এর মাধ্যমে দেশের সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া আগামীকাল, বুধবার (৩০ জুলাই) থেকে শুরু হয়ে ১৪ আগস্ট পর্যন্ত চলবে।
আবেদনকারী শিক্ষার্থীরা ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৪ সেপ্টেম্বরে প্রকাশিত হবে।
ফলাফল প্রকাশের দিন অর্থাৎ ৪ সেপ্টেম্বর থেকেই প্রথম পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম শুরু হবে, যা ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম ১০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
১১ সেপ্টেম্বর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম ১৪ ও ১৫ সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
পরবর্তীকালে, শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে। তৃতীয় পর্যায়ের ভর্তি ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে এবং ২৯ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে।
এছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বিটিইবির ওয়েবসাইটে পাওয়া যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC