আধুনিক প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এআই-জেনারেটেড ছবি আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে পড়েছে। ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন ছবির অবাধ বিচরণ চোখে পড়ে। এগুলো দেখতে এতই বাস্তবসম্মত যে অনেক সময় আসল এবং নকলের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।
কিন্তু ভয় পাবেন না, এআই-জেনারেটেড ছবি শনাক্ত করার কিছু কৌশল আছে। এই ছবিগুলো যতই পরিপূর্ণ হোক না কেন, তাদের মধ্যে কিছু সূক্ষ্ম ত্রুটি থাকবেই। এই ত্রুটিগুলো খুঁজে বের করতে পারলেই আপনি সত্যি এবং মিথ্যা ছবির মধ্যে পার্থক্য করতে পারবেন।
এআই-জেনারেটেড ছবি শনাক্ত করার সবচেয়ে সহজ উপায় হল রিভার্স ইমেজ সার্চ। গুগল রিভার্স ইমেজ সার্চ, টিনআই বা গুগল বার্ডের মতো টুল ব্যবহার করে আপনি কোনো ছবি ওয়েবে আগে কোথাও শেয়ার করা হয়েছে কিনা তা খুঁজে বের করতে পারবেন। যদি কোনো ছবি এআই-জেনারেটেড হয়, তাহলে সেটি ওয়েবে বিভিন্ন সংস্করণে পাওয়া যেতে পারে বা কোনো মিল নাও পাওয়া যেতে পারে।
এআই-জেনারেটেড ছবির টেক্সচার আসল ছবির তুলনায় অনেক সময় অস্বাভাবিক হয়ে থাকে। বিশেষ করে ত্বক, চুল বা ফ্যাব্রিকের মতো জটিল টেক্সচারগুলো এআই সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ। এই ধরনের ছবিতে টেক্সচার অত্যধিক মসৃণ, এলোমেলো বা অতিরিক্ত বিস্তারিত হতে পারে। আবার অনেক সময় কোনো বিস্তারিতই না থাকতে পারে।
এআই-জেনারেটেড ছবিতে বিভিন্ন অংশের মধ্যে ধারাবাহিকতার অভাব থাকতে পারে। উদাহরণস্বরূপ, ছবির আলো সঠিকভাবে সবকিছুর উপর পড়তে নাও পারে, ছায়া অস্বাভাবিক দিকে পড়তে পারে বা প্রতিফলন স্বাভাবিক নাও হতে পারে।
এআই-জেনারেটেড ছবিতে মানুষের শরীরের অংশ, বিশেষ করে হাত, চোখ, কান ইত্যাদি অনেক সময় অস্বাভাবিক দেখায়। আঙুলের সংখ্যা বেশি হতে পারে, হাতের আকার অস্বাভাবিক হতে পারে বা চোখের আকারে ভুল থাকতে পারে।
এআই-জেনারেটেড ছবিতে সূক্ষ্ম বিস্তারিতের অভাব থাকতে পারে। ব্যাকগ্রাউন্ড খুব মসৃণ হতে পারে, কাপড়ের প্যাটার্ন খুব একঘেয়ে হতে পারে বা জটিল ডিজাইনগুলো অস্পষ্ট হতে পারে।
এআই-জেনারেটেড ছবি প্রায়ই খুব নিখুঁত দেখায়। কিন্তু সত্যি জীবনে সবকিছুই নিখুঁত হয় না। তাই যদি কোনো ছবি খুবই নিখুঁত দেখায়, তাহলে সন্দেহ করা উচিত।
সাধারনত এই কৌশলগুলো ব্যবহার করে আপনি এআই-জেনারেটেড ছবি শনাক্ত করতে পারবেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন।
মনে রাখবেন, প্রযুক্তি দিন দিন উন্নতি করছে এবং এআই-জেনারেটেড ছবি আরও বাস্তবসম্মত হচ্ছে। তাই সতর্ক থাকুন এবং সবসময় তথ্যের সত্যতা যাচাই করুন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC