কুমিল্লা নগরীর সড়ক গুলোতে নিয়ম ভাঙার মহোৎসবে মেতেছে ব্যাটারিচালিত অটোরিকশা-মিশুকের চালকেরা। যে কারণে যানজটে অতিষ্ঠ নগরবাসী। নিয়মকানুন না মেনে অলিগলি ও নগরীর প্রধান সড়কেও তাদের অবাধ চলাচল দিন থেকে রাত অবধি।
নগরীর ট্রাফিকের দায়িত্ব থাকা একাধিক সদস্যরা বলছেন, আইন মানতে চান না অটোরিকশা ও মিশুকের চালকরা। এদিকে এই কারণে কুমিল্লা মহানগরীর পুলিশ লাইন, ঝাউতলা, কান্দিরপাড়, টমসম ব্রিজ ও রানীর বাজার, চকবাজারসহ অধিকাংশ এলাকায় দিনে কিংবা রাতে সড়কের যানজট লেগেই থাকে।
আবার কোথাও কোথাও একবার যানজট লেগে গেলে তা ঘণ্টার কাছাকাছি চলে যায়। পাঁচ থেকে দশ মিনিটের যাতায়াতের রাস্তায় যানজটের কারনে সময় লাগে ৪০-৫০ মিনিট। এ অবস্থায় নগরীর সড়কে চলাচলকারীদের রীতিমতো নাভিশ্বাস উঠছে।
নগরীর ঝাউতলার মুন হসপিটাল এর সামনে কথা হয় এক ব্যক্তির সাথে। তিনি রাইজিং কুমিল্লাকে বলেন, পেশায় তিনি একজন এডভোকেট। রক্তদান করতে তিনি মুন হসপিটালে এসেছিলেন। তার ভাষ্যমতে, আমার বাসা অশোকতলায়। অশোকতলা থেকে মুন হসপিটাল দশ মিনিটের যাতায়াতের রাস্তা। সেই দশ মিনিটের রাস্তায় আসতে লেগেছে ৪০ মিনিট। তবে এই অভিযোগ শুধু একজনের না।
এ বিষয়ে নগরবাসীরা রাইজিং কুমিল্লাকে বলছেন, যত্রতত্র পার্কিং, উল্টোপথে গাড়ি চালানো ও সিগন্যাল অমান্য করে আগে যেতে চাওয়াসহ বিভিন্ন কারণে নিয়ম ভঙ্গ করছেন এ চালকেরা। যে কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
অন্যদিকে নগরবাসীরা অভিযোগ করে বলছেন, শুধু ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক না! নগরীতে দিন দুপুরে শহরে চলে আসা বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাসকেও যানজট ও ভোগান্তির অন্যতম কারন বলে মনে করছেন তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC