মার্চ ৩১, ২০২৫

সোমবার ৩১ মার্চ, ২০২৫

শ্রীলঙ্কার বিদ্যুৎ গ্রিডে বানর, দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট

Rising Cumilla - Monkey
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিদ্যুৎ গ্রিডে এক বানরের অনুপ্রবেশে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে সাড়ে এগারোটার দিকে শুরু হওয়া এই গোলযোগ প্রায় তিন ঘণ্টা পরও পুরো সমাধান হয়নি।

দেশটির জ্বালানিমন্ত্রী কুমারা জায়াকোডি সাংবাদিকদের বলেন, দক্ষিণ কলম্বোর এক শহরতলির একটি গ্রিডে এই সমস্যার সূত্রপাত হয়। একটি বানর গ্রিড ট্রান্সফর্মারের সংস্পর্শে এলে পুরো ব্যবস্থাই ভারসাম্যহীন হয়ে পড়ে।

কিছু স্থানে বিদ্যুৎ প্রবাহ পুনরায় চালু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে, তা নিশ্চিত নয়।

এছাড়া মন্ত্রী বলেছেন, যতদ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে প্রকৌশলীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।