কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে। একটি হাস্কি কুকুরছানাকে পোষ্য হিসেবে বাড়িতে এনেছেন শ্রাবন্তী। নতুন সদস্যের নাম রাখা হয়েছে রোজ।
শ্রাবন্তী তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে, একটি কুকুরছানাকে কোলে নিয়ে বসে আছেন শ্রাবন্তী। শ্রাবন্তী এই ছবি পোস্ট করে লিখেছেন, "আমার রূপকথার গল্পের পরিবারে তোমায় স্বাগত।"
শ্রাবন্তী একজন পোষ্যপ্রেমী। তার বাড়িতে এতো দিন তিনটি পোষ্য ছিল। এবার যুক্ত হলো আরও একটি। শ্রাবন্তীর এই মিষ্টি কুকুরছানার ছবি দেখে, আদর পাঠালেন শুভশ্রী।
View this post on Instagram
শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী। তিনি ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’-এ অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ২০০৩ সালে তার প্রথম বড় ধরনের কাজ ‘চ্যাম্পিয়ন’।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC