নভেম্বর ২১, ২০২৪

বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

শ্যামা পূজা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীপাবলির আয়োজন

ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দিরে দীপাবলি উদযাপিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সেটি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরের সামনে এসে শেষ হয়।

এসময় প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একই সাথে মিডিয়া চত্ত্বরের সামনে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে উৎসবটি উদযাপন করেন শিক্ষার্থীরা।

Rising Cumilla - Diwali organized at Begum Rokeya University on the occasion of Shyama Puja

শিক্ষার্থীরা বলেন, আজকের আয়োজিত দীপাবলির মূল মন্ত্রনা হলো প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে জগতের সকল অন্ধকার যাতে কেটে যায়। প্রদীপের আলো সবাইকে যাতে আলোকিত করে, সুন্দর এবং সুশৃংখল জীবন যাপন করে। এই আলো যাতে সবার জীবনে প্রভাব ফেলে। এই উৎসবে নিরাপত্তা দেওয়ার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী পঙ্কজ রায় বলেন, আজকে আমরা যে প্রদীপ প্রজ্বলন করলাম সেটির মাধ্যমে যাতে জগতের যত আঁধার আছে সেটি যেন কেটে যায় এবং জগতের সকলের মাঝে যেন শান্তি বিরাজ করে। তারই বার্তা মূলত প্রদীপ প্রজ্বলন। আমরা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা চার দিন থেকে এই প্রস্তুতি নিয়েছি। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা সেটি সুষ্ঠুভাবে পালন করছি।