ভারতের দিল্লি থেকে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সামনে শেখ হাসিনা কথা বলছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শেখ হাসিনার ভাষণের এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ১৭ জুলাই জাতির উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার ভাষণের ভিডিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ব্যাকগ্রাউন্ড সরিয়ে ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়।
২০২৪ সালের ১৭ জুলাই প্রকাশিত ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির শেখ হাসিনার শাড়ি, চশমা, বুকের বা দিকে পরনে থাকা ব্যাচ এবং দুই হাতের অবস্থানের মিল পাওয়া যায়। কিন্তু ভিডিওটির ভারতীয় পতাকা ও ব্যাকগ্রাউন্ডের মিল পাওয়া যায়নি।
ভিডিওটি থেকে জানা যায়, সেদিন শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
তবে, এই ভাষণের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের মিল পাওয়া যায়নি। ভিডিওটির বক্তব্যে শেখ হাসিনার কণ্ঠে গোপালগঞ্জ নিয়ে কথা বলতে শোনা যায়।
তবে এ অডিওটি আসল কিনা তা যাচাই করতে পারেনি বাংলাফ্যাক্ট।
অর্থাৎ, ভারতের দিল্লি থেকে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সামনে শেখ হাসিনা কথা বলছেন দাবি করে ২০২৪ সালে ১৭ জুলাইয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার ভাষণের ভিডিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ব্যাকগ্রাউন্ড সরিয়ে ভিন্ন অডিও যুক্ত করে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC