জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নব-নির্মিত ৬টি আবাসিক হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া অবশেষে শুরু হলো।
এ লক্ষ্যে "তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড" এর আঞ্চলিক বিতরণ কেন্দ্র সাভার থেকে প্রকৌশলীরা সংশ্লিষ্ট আবাসিক হল পরিদর্শন ও প্রয়োজনীয় জরিপকার্য সম্পন্ন করেছে
এই জরিপ কার্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, "অধিকতর উন্নয়ন" শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকল্পে নিয়োজিত পুর-প্রকৌশলী অংশগ্রহণ করেন
বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টা এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় গ্যাস সংযোগের এই প্রক্রিয়া শুরু হলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ১ হাজার আসন বিশিষ্ট ৬টি নতুন হলে গ্যাস সংযোগ চালু করা সম্ভব হবে, যা শিক্ষার্থীদের সুলভে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন নবনির্মিত ৬টি আবাসিক হলে গ্যাস সংযোগ দেওয়া শুরুর উদ্যোগ গ্রহণের জন্য জ্বালানি উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্যাস সংযোগ কার্যক্রমে সহযোগিতা করার জন্য শিক্ষার্থী ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রশাসন মনে করে, সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষরিত স্মারকলিপিও এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে। সেজন্য প্রশাসন সাধারণ শিক্ষার্থীদেরও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC