বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫

শুরু হচ্ছে জাবি ছাত্রদল আয়োজিত “হেপাটাইটিস বি” টিকার তৃতীয় পর্ব

Rising Cumilla -The third phase of Hepatitis B vaccination organized by JU Chhatra Dal is starting
প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে “হেপাটাইটিস বি” রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমের তৃতীয় পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল (১৭ জুলাই)।

দেশের অন্যতম জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক এই কার্যক্রমটি “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল” কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে ও “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল” এর আয়োজনে এবং “ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ – ড্যাব” এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাস্থ্য সচেতন শিক্ষার্থীদের উপস্থিতিতে টিকাদান কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ কার্যক্রমের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত টিকা গ্রহিতা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা প্রদান করা হবে।

সম্পূর্ণ বিনামূল্যে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালিত এই টিকা কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট জরুরী পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করবেন ড্যাব এর অভিজ্ঞ চিকিৎসকরা।

উল্লেখ্য, হেপাটাইটিস বি ভাইরাস একটি জটিল এবং মারাত্মক সংক্রামক রোগ, যা মূলত লিভারের দীর্ঘমেয়াদি ক্ষতির জন্য দায়ী। এটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে জন্ডিস, সিরোসিস এবং এমনকি লিভার ক্যানসারের মত রোগের কারণ হতে পারে।

অথচ একটি নিরাপদ ও কার্যকর টিকা গ্রহণের মাধ্যমে এই ভাইরাসজনিত জটিলতা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। এই প্রেক্ষাপটে দেশের তরুণ প্রজন্মকে সচেতন ও সুরক্ষিত রাখতে ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।

ছাত্রদল দীর্ঘদিন ধরেই জনকল্যাণমূলক কাজকে আন্দোলনের অংশ হিসেবে বিবেচনা করে আসছে। করোনা মহামারির সময় খাদ্য, ওষুধ ও অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে বিনামূল্যে রক্তদান ও স্বাস্থ্যসেবা প্রদান; সবক্ষেত্রেই ছাত্রদল তাদের মানবিক ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক জানান, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যারা গড়ে তুলবে, সেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করতেই অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও আমাদের এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “এমন জনকল্যাণমুখী কার্যক্রম শুধু রাজনৈতিক সংগঠনের প্রতি মানুষের আস্থা বাড়ায় না, বরং জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তুলতে সহায়তা করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেপাটাইটিস বি টিকা কার্যক্রমের তৃতীয় ধাপ সেই বৃহৎ মানবিক চেতনারই প্রতিফলন।”

কেন্দ্র ঘোষিত এ টিকা কার্যক্রম সফলভাবে সমাপ্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট আয়োজকরা।

আরও পড়ুন