ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হওয়ার ঘোষণা দিয়েছেন টলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আর কিছুদিন পরেই ডিসেম্বরে দ্বিতীয় বারের মতো মা হবেন তিনি। ঘরে আসবে নতুন অতিথি। এজন্য শুভশ্রী কিন্তু কাজ করা মোটেও থামিয়ে দেননি। বরং প্রতিদিন জিমে যাচ্ছেন তিনি।
কয়েক দিন আগে জিমের সেই ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে হয়েছিল সমালোচনাও। অনেকেই আট মাসের গর্ভবতী শুভশ্রীকে জিমে যেতে নিষেধ করেছিলেন।
শুভশ্রী বলেন, প্রেগন্যান্সিকে কোনও রোগ মনে করি না।“আমি অন্তঃসত্ত্বা, অসুস্থ নই”। আপাতত কাজ থেকে বিরতি নিলেও মা হওয়ার পরে অনেক কাজ রয়েছে অভিনেত্রীর।
শনিবার সামাজিক মাধ্যমে নিজের বেডরুমের ছবি শেয়ার করে নতুন করে আলোচনায় এ অভিনেত্রী। সেখানে দেখা যায়, বৃষ্টিভেজা শনিবারে তার সঙ্গী হয়েছে ‘ল্যাদ’। আরবানার জানালা থেকে আকাশ দেখা যাচ্ছে অনেকটা আর উঁকি দিচ্ছে কালো মেঘ।
সন্তান ইউভানের সঙ্গেই যেন সারাদিন কেটেছে শুভশ্রীর। সঙ্গী ছিল বই, সিনেমা। মায়ের মতো ইউভানও আজ খানিক অলস মেজাজে। ছবিতে দেখা যাচ্ছে খাটের উপর সেও ফোনে ব্যস্ত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC