শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবারের পরিবেশ ও অভিভাবকদের আচরণ। শিশুরা ছোটবেলা থেকেই পরিবারের সদস্যদের কাছ থেকে শেখে এবং তাদের আচরণ অনুকরণ করে। তাই অভিভাবকদের উচিত সচেতন থাকা এবং এমন কোনো কথা বলা এড়িয়ে চলা যা শিশুর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কোন কথাগুলো বলা উচিত নয়? চলুন জেনে নেই-
১) “মা বেশি ভালোবাসে, না বাবা?”
এই প্রশ্নটি শিশুদের মনে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি করে। তারা বুঝতে পারে না কাকে উত্তর দেবে এবং কার মন খারাপ হবে। এতে তাদের মধ্যে মিথ্যা বলার প্রবণতা তৈরি হতে পারে।
২) “তোমাকে নয়, তোমার ভাইকে বেশি ভালোবাসি”
ভাইবোনদের মধ্যে তুলনা করা তাদের মনে ঈর্ষা ও হীনম্মন্যতার জন্ম দেয়। তারা মনে করে যে তারা অবহেলিত এবং তাদের ভাইবোনদের চেয়ে কম ভালোবাসা পায়।
৩) “তুমি একটা গাধা”
এই ধরণের কথা শুনে শিশুরা হতাশ ও হীনম্মন্য বোধ করে। তাদের মনে হয় তারা কিছুই করতে পারবে না এবং তারা বোকা।
৪) “তুমি পারবে না”
শিশুদের কাজের আগেই বলে দেওয়া উচিত নয় যে তারা পারবে না। এতে তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং তারা চেষ্টা করতেই চায় না।
৫) “তোমাকে কুড়িয়ে এনেছিলাম”
বিশেষজ্ঞদের মতে এই কথা শুনে শিশুরা মনে করে যে তারা এই পরিবারের সদস্য নয় এবং তাদের কাছে কেউ নেই। এতে তাদের মনে হতাশা ও বিষণ্নতা তৈরি হয়।
মনে রাখতে হবে, শিশুদের সাথে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। তাদের প্রতি সর্বদা ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক কথা বলা উচিত।