সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য সুখবর। চলতি সপ্তাহেই প্রায় সাড়ে ১৩ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এই তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
তিনি বলেন, "বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। নিয়োগবিধির কিছু সংশোধনের প্রস্তাবনা এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।"
শামসুজ্জামান আরও জানান, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চলতি আগস্ট মাসের মধ্যেই, অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে এই বিপুল সংখ্যক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এতে করে প্রাথমিক বিদ্যালয়ে চলমান শিক্ষক সংকট অনেকটা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার। তিনি শিক্ষক সংকট এবং বদলি সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, "শুধু হাওর অঞ্চল নয়, দেশের বিভিন্ন চরাঞ্চল, প্রত্যন্ত গ্রাম ও দুর্গম এলাকায় শিক্ষকরা থাকতে চান না। তারা শহরে বদলি হতে বিভিন্ন মাধ্যমে তদবির করেন। এতে বদলি-তদবিরের চাপ ব্যাপক হারে বেড়ে যায়, যা আমাদের জন্য একটি বড় সামাজিক ও রাজনৈতিক সমস্যা।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC